তাঁর সংগ্রহে ৮,৮৮২ ধরনের ইট
প্রথম আলো
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬
মানুষ শখের বশে কত কিছুই না সংগ্রহ করে। কেউ ডাকটিকিট জমায়, কেউ মুদ্রা। যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা ক্লেম রেইনকেমেয়ারের শখও খানিকটা একই রকম। তবে তিনি যে জিনিস সংগ্রহ করেন, তা শুনে আপনার খানিকটা অদ্ভুত মনে হতে পারে।
রেইনকেমেয়ার ৪০ বছর ধরে নানা প্রকারের ইট সংগ্রহ করে যাচ্ছেন। তাঁর সংগ্রহে রয়েছে ৮ হাজার ৮৮২ ধরনের ইট। সেগুলোর কোনো কোনোটি কয়েক শতাব্দীপ্রাচীন ইতিহাসের সাক্ষী।
রেইনকেমেয়ারের বয়স ৮৭ বছর। ওকলাহোমার টুলসা শহরে তিনি বসবাস করেন। সেখানেই একটি ঘরে তিনি জমিয়েছেন একের পর এক ইট।