বাংলাদেশ–ভারতের সম্পর্কের সংকট কোথায়, সমাধান কী

প্রথম আলো সালেহ উদ্দিন আহমদ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৩

বাংলাদেশ-ভারত সম্পর্কে যেন একটা ‘ঠান্ডা লড়াই’ চলছে; দুই দেশেরই রাজনীতিবিদদের কথাবার্তায় কেমন যেন লাগামহীন অসতর্কতা। খোলাচোখে দেখলে ভারত-বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো বড় প্রতিবন্ধকতা নেই। কিন্তু নিবদ্ধ মনে আমরা অনেক সমস্যা বের করতে পারি। উইলিয়াম শেক্‌সপিয়ার বলেছিলেন, ‘চোখ সব দেখে, কিন্তু মন আমাদের দেখায়, যা আমরা দেখতে চাই।’ ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চোখে দেখা এবং মনের দেখানো সংকটগুলো নিয়েই এ আলোচনা।


কী নিয়ে বিরোধ


যেকোনো দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় সংকট হলো যদি কোনো সীমানা নিয়ে তাদের বিরোধ থাকে—চীন ও ভারতের এবং ভারত ও পাকিস্তানের বিবাদ। ইউক্রেনের রুশভাষী অঞ্চলগুলো নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংকট নিয়ে বেশ কয় বছর ধরে যুদ্ধ চলছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা নিয়ে এখন বড় কোনো বিরোধ নেই। একসময় তিনবিঘা ও বেরুবাড়ি নিয়ে উত্তেজনা ছিল। ওগুলো প্রায় সব মিটে গেছে ২০১৫ সালের এক দ্বিপক্ষীয় চুক্তিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও