৭৩ বছরেও ঘোচেনি শহীদ সালাম পরিবারের আক্ষেপ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭

ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলেও আক্ষেপ ঘোচেনি ভাষাশহীদ আবদুস সালামের পরিবারের। দীর্ঘ সময়ে এ পরিবারের কয়টি চাওয়া এখনো পূরণ হয়নি। এনিয়ে ক্ষোভের অন্ত নেই তাদের।


শহীদের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকার আজিমপুর কবরস্থানে সালামের কবর চিহ্নিত করা হলেও সেটি সংরক্ষণ হয়নি এখনো। দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টকে সালাম চত্বর নামকরণ, ঢাকা-ফেনী-দাগনভূঞায় একটি সড়ক সালামের নামে নামকরণ, চার লেনের মহাসড়কের পাশে সালামের বাড়ি নির্দেশক তোরণ নির্মাণ, ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হলেও সরকারিভাবে গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছে। কিন্তু কিছু হয়নি এখনো।


এছাড়া মুক্তিযোদ্ধাদের কোটা ছিলো ভাষা শহীদদের ক্ষেত্রে নেই, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়লেও ভাষা শহীদদের বাড়েনি। এদিকে স্থানীয়ভাবে শহীদ সালামের স্মরণে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তদারকির অভাব ও অবহেলায় নানা সমস্যায় আছে।


ভাষা আন্দোলনের ৬৫ বছর পর ২০১৭ সালে শনাক্ত হলো শহীদ সালামের কবর। ঢাকার আজিমপুরে শায়িত আছেন এ মহান ভাষা সৈনিক। এ সাত বছরেও তার কবর সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও