ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেলার পর ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা। অর্থাৎ ইলন মাস্কের কোম্পানি ব্যবসা শুরু করবে বলেই ধারণা করা হচ্ছে।
তবে ভারতের চাওয়া অনুসারে ভারতের মাটিতে কারখানা করা হবে কি না, তা পরিষ্কার জানান না গেলেও সংশ্লিষ্ট মহলের ধারণা, ভবিষ্যতে ভারতের মাটিতে তৈরি হবে টেসলার কারখানাও। তা না হলে এ রকম আগেভাগে লোক নিয়োগ শুরু হতো না। কিন্তু সমস্যা হলো, ভারতে টেসলার কারখানা তৈরির প্রসঙ্গে বিরক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি মাস্ককে পাশে বসিয়েই। মাস্ক এখন খোদ ট্রাম্প সরকারের দক্ষতাসংক্রান্ত দপ্তরের শীর্ষ কর্মকর্তা।