পাসওয়ার্ডের নিরাপত্তায় ক্রোম ব্রাউজারে এআই যুক্ত করতে পারে গুগল

প্রথম আলো প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের পাশাপাশি ই-মেইল ও কম্পিউটারের জন্য আমরা সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। এমনকি তথ্য চুরির পর সেগুলো আবার ব্যবহারের সুযোগ দিতে অর্থও দাবি করে তারা। এ সমস্যা সমাধানে ক্রোম ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তাসুবিধা যুক্ত করতে পারে গুগল।


নতুন এ নিরাপত্তাসুবিধা চালুর বিষয়ে গুগল আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও ক্রোম ব্রাউজারের কোড বিশ্লেষণ করে ‘লিওপেভা৬৪’ নামের অ্যাকাউন্ট থেকে এক্সে (সাবেক টুইটার) একটি বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, ক্রোম ব্রাউজারে শিগগিরই যুক্ত হতে পারে গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তাসুবিধা। এআই প্রযুক্তিনির্ভর এ সুবিধা ব্যবহারকারীদের কোনো পাসওয়ার্ড অনলাইনে ফাঁস হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করবে। শুধু তা–ই নয়, শক্তিশালী পাসওয়ার্ড লিখে সেটি ব্যবহারের পরামর্শও দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও