
বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯
রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরহাট এলাকার একটি ভুট্টাখেত থেকে এই লাশ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসহাক বলেন, ওই নারীর মুখ ও শরীর আগুনে পোড়া রয়েছে। এক হাত বিচ্ছিন্ন। তাঁর ধারণা, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই নারীকে হত্যার পর আগুন দিয়ে তার মুখমণ্ডল ও শরীর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যাতে তাঁর পরিচয় শনাক্ত করা না যায়। তাঁর বিচ্ছিন্ন এক হাত শিয়ালে নিয়ে গেছে বলেও ওই পুলিশ কর্মকর্তার ধারণা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নারীকে হত্যা