You have reached your daily news limit

Please log in to continue


বিভেদ বিভাজনবিহীন বাংলাদেশের সন্ধানে

‘তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন?’ সুশীল (আমলা) কাম সাহিত্যসেবক বঙ্কিম চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) এই মহাজন প্রশ্নটি সেই যে রেখে গিয়েছেন তার কোনো সদুত্তর সদ্ব্যবহার এখনো বকেয়া রয়েছে বলে প্রকাশ। কেননা বঙ্কিম বাবুর নাতি-পুতিরা এখনো উত্তম হওয়া তো দূরের কথা, কীভাবে অধিকতর অধম হওয়া যায় সেই প্রতিযোগিতায় মেতে আছে।

কেননা মতৈক্য আর মতনৈক্যের মাঝখানে বিভেদের যে দেয়াল সে দেয়াল ভালো ও মন্দ উভয়েরই জন্য সংকট সৃষ্টি করে। ভালো কে ভালো থাকতে না দেওয়া আর মন্দকে আরও মন্দ হতে বাধ্য করার ক্ষেত্রে এই সংকটের সুনাম সুবিদিত। উভয় সংকটে পড়ে শুভ চিন্তারা শুভ উদ্যোগের পাড়া থেকে পাততাড়ি গুটিয়ে সরে পড়ে। আর নানা ধরনের অশুভ আচার-আচরণ পাড়া মাত করে ফেরে। ষোলো শতকের ব্রিটিশ বণিক ও বিনিয়োগ উপদেষ্টা স্যার টমাস গ্রেশাম (১৫১৯-১৫৭৯) অনেক বুঝে শুনে এই অবস্থাকে  Bad money 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন