ভাষাশহীদদের আত্মত্যাগ ও আমাদের দায়

www.ajkerpatrika.com ড. এম আবদুল আলীম প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০

বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে বায়ান্নর ফেব্রুয়ারির ট্র্যাজিক ঘটনায় শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, আউয়াল, অহিউল্লাহসহ অনেকে। ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি পুলিশ ও মিলিটারির নির্মম গুলিবর্ষণ ও ট্রাকের চাপায় তাঁরা শহীদ হন।


আহত হয়েছিলেন অগণিত নর-নারী। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার যে মর্যাদা, তা আজও রাষ্ট্রীয়ভাবে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারিনি। শুধু কি তাই? ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সব শহীদ ও তাঁদের পরিবারের সদস্যদেরও আমরা যথাযথ মর্যাদা দিতে পারিনি। এমনকি নির্দিষ্টভাবে চিহ্নিত ও যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি সব শহীদের কবর। ভাষা আন্দোলনের ইতিহাসই কি নির্মোহভাবে লেখা হয়েছে? এ আন্দোলনের দলিলপত্রই কি যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভবপর হয়েছে? এককথায় উত্তর, এসব হয়নি। এটা যে কতটা লজ্জা ও পরিতাপের, তা পর্যালোচনা করলেই ধারণা পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও