ফুলদানির ফুল দীর্ঘদিন তাজা থাকবে যেভাবে

ডেইলি স্টার প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৪

আপনাকে এটা মেনে নিতেই হবে যে, ফুল হলো সম্পর্কের মতো। এর পেছনেও যথেষ্ট সময় দিতে হয়, যত্ন করতে হয়। আপনি যদি তা না করেন, তাহলে ফুলগুলো ঝরে পড়বে, বাদামি হয়ে একসময় ঝরেই পড়বে। অনেকটা আপনার ইচ্ছাশক্তির মতো। যেমন এ বছরের শুরুতেই হয়ত ভেবেছিলেন নিয়মিত জিমে যাবেন, কিন্তু সেই ইচ্ছাশক্তি কবেই ঝরে পড়েছে।


তবে চিন্তার কিছু নেই। কিছু পদক্ষেপ নিলে ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া ফুলও তাজা থাকবে দীর্ঘদিন। আর তা কীভাবে সেসব উপায়ই জানাব এখন—


নিয়ম মেনে ছাঁটাই


ফুলের তোড়া ভেঙে ফুলদানিতে রাখার কাজটি কিছুটা কৌশলী। যেনতেনভাবে এই কাজ করলে ফুলগুলো ঠিক করপোরেট হাউজে কাজ করতে করতে ক্লান্ত ইন্টার্নদের মতো মুষড়ে পড়বে। সেজন্য ফুলের ডাঁটাগুলো ডোবাতে হবে পানিতে, আর সেই পানিতে ডুবিয়ে রেখেই ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে সেগুলো। কেন এটা করতে হবে? কারণ সমান করে ডাল কাটলে তা ফুলদানির নিচে সোজা হয়ে বসে থাকবে আর প্রয়োজন অনুযায়ী পানি শোষণ করতে পারবে না।


ডুবে থাকা পাতাগুলো ছেঁটে ফেলুন


আপনি যেমন আবর্জনাযুক্ত পানি পান করতে চাইবেন না, তেমনি ফুলগুলোও। তাই ফুলদানিতে পানির নিচে যেন কোনো পাতা ডুবে না থাকে। এতে পানিতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। তাই পানিতে ডুবে থাকে এমন পাতাগুলো ছেঁটে ফেলুন।


সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করুন


উষ্ণ বা ঘরের স্বাভাবিক তাপমাত্রার পানি ফুলদানিতে ব্যবহার করতে হবে। খুব ঠান্ডা পানি দিলে ফুল শক পেতে পারে। আবার বেশি উষ্ণ পানি দিলে ফুল দ্রুত শুকিয়ে যায়। তাই ফুলদানির ফুলের জন্য একদম স্বাভাবিক তাপমাত্রার পানিই উপযুক্ত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও