রমজানের আগে ৯ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪২

প্রতিবছর রমজান ঘিরে নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। হু হু করে বাড়ে দাম। ব্যবসায়ীদের কারসাজি ও কৃত্রিম সংকট তৈরি হয়। ঘাটতি দেখা দেয় সরবরাহের। আসন্ন রমজান ঘিরে অতিপ্রয়োজনীয় ৯টি ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে- চিনি, সয়াবিন তেল, ডাল, মটর, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা ও খেজুর।


চলতি অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এসব পণ্যের আমদানি সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। যেখানে গড় আমদানি প্রবৃদ্ধি ৩৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এ প্রবৃদ্ধি বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও পণ্যের দাম সহনীয় রাখতে সহায়ক হবে।


চলতি অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি এই চার মাসে চিনি আমদানি ২০ শতাংশ বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর-জানুয়ারি সময়ে পণ্যটির আমদানি ছিল ৩ লাখ ৭৮ হাজার ২৬৫ মেট্রিক টন। যা চলতি অর্থবছরের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৩৪ মেট্রিক টন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও