মজাদার ক্রিস্পি চিলি চিকেন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩

মুরগির মাংসের এই বাহারি পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।


উপকরণ



  • ৮ থেকে ১০টি মুরগির পাখনার অংশ

  • রসুন বাটা ২ চা-চামচ

  • সয়া সস ১ টেবিল-চামচ

  • গোল-মরিচের গুঁড়া চা-চামচের ৪ ভাগের ১ ভাগ

  • লবণ স্বাদ মতো

  • চিনি সামান্য

  • গরম মসলা চা-চামচের ৪ ভাগের ১ ভাগ

  • ময়দা ১ কাপ

  • কর্ন ফ্লাওয়ার ৩ টেবিল-চামচ

  • তেল ২ কাপ ভাজার জন্য

  • ভাজা তিল ২ টেবিল চামচ


চিলি সস বানাতে যা যা লাগবে



  • কাঁচামরিচ কুচি ৪/৫ টি

  • রসুন কুচি ১ টেবিল-চামচ

  • পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ

  • লেবুর রস ২ টেবিল-চামচ

  • টমেটো সস ও চিলি সস আধা কাপ

  • অলিভ অয়েল ৪ টেবিল-চামচ


একটি পাত্র চুলায় বসিয়ে তেল দিন। রসুন কুচি ছেড়ে একে একে বাকি উপকরণ দিয়ে দুই মিনিট জ্বাল করে চিলি সস তৈরি করে নিন


ক্রিস্পি চিকেন তৈরি



  • মুরগির পাখনাগুলো আদা-রসুন বাটা, সয়া সস, লেবুর রস, গোল মরিচের গুঁড়া ও চিনি দিয়ে ভালো করে মেরিনেইট করে রেখে দিতে হবে এক ঘণ্টা।

  • এবার একটি বড় বাটিতে ময়দা ও কর্ন ফ্লাওয়ার মিশিয়ে মেরিনেইট করা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিন।

  • একটি প্যান চুলায় বসিয়ে তেল দিন। গরম হলে পাখনাগুলো ডুবো তেলে মচমচে করে ভেজে নিন।

  • এবার চিলি সস ওপরে ঢেলে ভাজা তিল ছিটিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিস্পি চিলি চিকেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও