শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ৬ হাতির মৃত্যু, ট্রেন লাইনচ্যুত

বিডি নিউজ ২৪ শ্রীলঙ্কা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলীয় এক অভয়ারণ্যের কাছে হাতির একটি পালকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়েছে একটি যাত্রীবাহী ট্রেন আর এ ঘটনায় ছয়টি হাতির মৃত্যু হয়েছে। ট্রেনটির কোনো যাত্রী আঘাত পায়নি।


বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটের দিকে রাজধানী কলম্বোর পূর্ব দিকে হাবরানা শহরের কাছে ঘটনাটি ঘটেছে।


ট্রেনটি বাত্তিকোলা থেকে কলম্বো যাচ্ছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর রেল পরিষেবার বিঘ্ন ঘটে।


শ্রীলঙ্কার এডিএ দেরানা সংবাদপত্র জানিয়েছে, ওই সময় সাতটি হাতির একটি পাল কাউদুল্লা অভয়ারণ্য থেকে বাত্তিকোলা রেললাইন পার হচ্ছিল, তখনই ট্রেনটি আঘাত হানে।


সাতটি হাতির মধ্যে পাঁচটি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত দু’টি হাতির মধ্যে একটি পরে মারা যায়।


কাউদুল্লা বন্যপ্রাণী দপ্তরের কমকর্তারা জানান, যে হাতিগুলোর মৃত্যু হয়েছে সেগুলোর বয়স ৮ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে পাঁচটি স্ত্রী হাতি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও