You have reached your daily news limit

Please log in to continue


মেহজাবীনদের আগেও যেসব প্রেম–বিয়ে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল

তারকাদের প্রেম, সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হওয়া নতুন কিছু নয়। তবে প্রেমের এই গুঞ্জন নিয়ে বেশির ভাগ তারকাই শুরুতে হেসে উড়িয়ে দিয়েছেন। কেউ কেউ এমন বলেছেন, পেশাগত জায়গা থেকে শুধুই বন্ধুত্ব। অনেকেই স্বীকারই করেননি প্রেমের কথা। পরবর্তী সময়ে ভক্তদের ধারণাই সঠিক হয়েছে। গুঞ্জন থেকেই বিয়ে পিঁড়িতে বসেছিলেন এসব তারকা।

সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। তিনি ২৪ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকে। তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালের ১১ আগস্ট। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাঁদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোতেও পাশাপাশি পাওয়া গেছে দেশ–বিদেশে। বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও প্রেম নিয়ে মুখ খোলেননি কেউ। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে।

বিয়ে করবেন, এমন ভাবনা তখনো ছিল না নাঈম-শাবনাজের। তবে প্রথম সিনেমা থেকেই তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তী সময়ে তাঁরা জুটি হয়ে কাজ করেন। শুরু হয় তাঁদের নিয়ে প্রেমের গুঞ্জন। যদিও ‘বিষের বাঁশি’ চলচ্চিত্রে কাজ করার সময় প্রেমের সম্পর্কে জড়ান। সেই প্রেম চলে বেশ কিছু সময়। এই প্রেম নিয়ে ঢালিউড পাড়ায় গুঞ্জনও তৈরি হয়। সিনেমার তখন আলোচিত নাম তাঁরা। কিন্তু প্রেম বিয়ে নিয়ে তেমন কথা বলতেন না। পরে প্রেমের গুঞ্জন বেশি দূর এগোতে দেননি। একসময় সত্য হয় এই সিনেমার সফল জুটির প্রেমের খবর। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তাঁরা। দেখতে দেখতে তিন দশক পেরিয়ে গেছে তাঁদের সংসার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন