হৃদয়-জাকেরের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০

৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন থেকে ৬৮ রান যোগ করেছেন। তাদের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।


২৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১০৩ রান। ৩৪ রান নিয়ে উইকেটে আছেন তাওহিদ হৃদয়। অপর অপরাজিত ব্যাটার জাকের আলির সংগ্রহ ৩৪ রান।


টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই সৌম্য সরকারকে হারায় টাইগাররা। ইনফর্ম এই ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। মোহাম্মদ শামির করা ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল। সেখানে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে টাইমিং করতে পারেননি। ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসে।


প্রথম ওভারেই উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে ছিল তিনে নামা শান্তর দিকে। তবে হতাশ করেছেন অধিনায়ক। সৌম্যের পথ ধরেই ডাক খেয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারের বোলিংয়ে এসেই সাফল্য পেয়েছেন হারষিত রানাও। চতুর্থ বলটি আউটসুইং করেছিলেন এই পেসার, সেখানে কভার ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে বিরাট কোহলির হাতে ধরা পড়েন শান্ত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও