ট্রফি জয়ের স্বপ্নের কথা শোনালেন তানজিম-তাসকিনও

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯

ক্রিকেট বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা পাত্তাও দিচ্ছেন না বাংলাদেশকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা বলে গেছেন, সেটি নিয়ে নিজ দেশেই সংশয়, হাসাহাসি, ভ্রুকুটি প্রচুর। কিন্তু শান্ত যেমন নিজের ভাবনায় অটল, তেমনি বিশ্বাসটা তিনি ছড়িয়ে দিয়েছেন সতীর্থদের মধ্যেও। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে অধিনায়কের সেই স্বপ্নের প্রতিধ্বনি ফুটে উঠল তাসকিন আহমেদ, তানজিম হাসানদেরও মধ্যেও।


দেশে সংবাদ সম্মেলনে যেমন দৃঢ় কণ্ঠে শিরোপার লক্ষ্যের কথা বলেছেন শান্ত, তেমনি নিজেদের প্রথম ম্যাচের আগে দুবাইয়ে সংবাদ সম্মেলনেও বেশ জোর দিয়ে বলেছেন, যে কোনো দলকে হারানোর বিশ্বাস ও সামর্থ্য আছে তার দলের। ভারতের বিপক্ষে ম্যাচের দিন সকালে আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে, সেখানে বাংলাদেশ অধিনায়ক পুনরাবৃত্তি করেছেন একই কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও