অবুঝ প্রাণী হত্যাকারী মানুষের হাত থেকে আমরা কেউই নিরাপদ নই

জাগো নিউজ ২৪ শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭

আমরা এখন যেটাকে মব বা মবোক্রেসি বলছি, সেটা নতুন কিছু নয়। শুধু যে মানুষের উপরেই এই অত্যাচার চলে, তাও নয়। পশুপাখি, গাছপালা, পাহাড়, মাটি, নদী কেউই মানুষের এই নৃশংসতা থেকে রক্ষা পায় না। বিভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে তা প্রকট আকার ধারণ করে। কোন কারণ ছাড়াই বা খুব তুচ্ছ কারণে মানুষ যেমন মানুষকে খুন করে, পিটিয়ে মেরে ফেলে, দেহ থেকে মাথা কেটে আলাদা করে বা পুড়িয়ে মারে, ঠিক তেমনি অকারণেই নৃশংস আচরণ করে পশুপাখির প্রতিও।


পশুপাখির মুখে কোনো কথা নেই, ওদের সাথে মানুষের কোন স্বার্থগত দ্বন্দ্ব নেই, ওরা মানুষের তেমন কোনো ক্ষতিও করে না। তাও আমরা যখন-তখন ওদের মেরে ফেলি, নির্মম আচরণ করি, বন্দী করে রাখি, ফেলে দেই, আহত করি, পুড়িয়ে মারি, এমনকি গণপিটুনিও দেই। ওদের প্রতি এই নিপীড়ন করে মানুষকে শাস্তি পেতে হয় না বলে, মানুষ দিনে দিনে আরো মারমুখী হয়ে উঠেছে। এখন একজন মানুষ অন্য আরেকজনকে খুব সহজেই হত্যা করতে পারে। এরকম একটা মানসিকতা থেকেই এই মবোক্রেসির সৃষ্টি। আর আইনের শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে তা বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও