You have reached your daily news limit

Please log in to continue


গল্পকে প্রতিষ্ঠিত করার জন্য চাই জুতসই যুক্তি

আওয়ামী লীগ সরকারের সময় থেকেই বিভিন্ন মিডিয়ায়, বিশেষ করে সামাজিক মিডিয়ায় বিভিন্ন গল্প প্রচারিত হয়ে আসছিল। গল্প বললাম এই কারণে, যেসব খবর আমরা সচরাচর দেখতে পাই বা শুনতে পাই, যার সত্যতা আছে সেগুলো ব্যতীত, অনুমাননির্ভর বা কোনো কাল্পনিক খবর প্রচারিত হয়ে আসছিল। এক পক্ষের এই ধরনের অনুমাননির্ভর খবরের সঙ্গে অন্য পক্ষের অনুমাননির্ভর খবরের কোনো মিল ছিল না, প্রায় ক্ষেত্রেই এগুলো বিপরীত ধারার ছিল।

সাধারণ মানুষের মধ্যে প্রায় ক্ষেত্রেই দ্বিধা-দ্বন্দ্ব দেখা যেত—খবরের কোন অংশটুকু বিশ্বাস করবে বা কোনটা করবে না। বিশেষ করে সামাজিকমাধ্যমের খবরগুলো খুবই মুখরোচক ছিল। এক পক্ষ খুশি হতো তাদের মনের কথা প্রকাশ করার জন্য, অন্য পক্ষ এই খবর শুনে সাংঘাতিক বিরক্ত হতো। যারা বিরক্ত হতো, তাদের পক্ষ থেকে মুখরোচক সংবাদ প্রকাশের পরে অন্য পক্ষ বিরক্ত হতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন