শৈশবে গিলে ফেলা কলমের মাথা ২১ বছর পর বের হলো ফুসফুস থেকে

www.ajkerpatrika.com তেলেঙ্গানা প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯

মাত্র পাঁচ বছর বয়সে কলমের মাথা গিলে ফেলেছিলেন ভারতের এক শিশু। সেটি দীর্ঘ ২১ বছর আটকে ছিল তাঁর ফুসফুসে। অবশেষে, শ্বাসযন্ত্রের জটিলতা ও শারীরিক অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তা অস্ত্রোপচার করে বের করা হয়।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের একটি হাসপাতালের চিকিৎসকেরা এক ব্যক্তির ফুসফুস থেকে কলমের মাথা অপসারণ করেছেন। এই মাথাটি তিনি দুর্ঘটনাবশত ২১ বছর আগে গিলে ফেলেছিলেন। দীর্ঘ সময় ধরে অজান্তেই তাঁর শরীরের ভেতরে রয়ে যাওয়া এই বস্তু ধীরে ধীরে তাঁর শ্বাসযন্ত্রে জটিলতা সৃষ্টি করছিল।


ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরের বাসিন্দা ২৬ বছর বয়সী ওই যুবক সম্প্রতি অনবরত কাশি ও ওজন কমে যাওয়ার সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে তিনি বিষয়টিকে সাধারণ অসুস্থতা ভেবে গুরুত্ব দেননি। কিন্তু ধীরে ধীরে তাঁর কাশি বাড়তে থাকে এবং ওজনও অস্বাভাবিক হারে হ্রাস পেতে থাকে। পরে তিনি চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেন।


কেআইএমএস হাসপাতালের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট ডা. শুভাকর নাদেলার মতে, রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে। বিশেষ করে, গত ১০ দিনের মধ্যে তাঁর শ্বাসকষ্ট বাড়তে থাকে, যার ফলে তার স্বাভাবিকভাবে ঘুমাতেও সমস্যা হচ্ছিল। চিকিৎসকেরা দ্রুতই বুঝতে পারেন যে, তার শ্বাসযন্ত্রে কোনো গুরুতর সমস্যা রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে