You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের প্রশ্ন এড়াতে প্রিমিয়ার শো থেকে চলে গেলেন মেহজাবীন

কয়েক দিন ধরেই খবর ছড়িয়ে পড়েছে বিয়ে করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২৪ ফেব্রুয়ারি প্রযোজক-নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে সারবেন বিয়ের আনুষ্ঠানিকতা। তাঁদের একাধিক ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করলেও এখনো বিয়ে নিয়ে কথা বলেননি মেহজাবীন ও রাজীব। গতকাল মঙ্গলবার ‘নীল সুখ’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার শোতে এসেছিলেন মেহজাবীন। আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হবে তাঁর কাছে। তাই প্রিমিয়ার শো শেষ করে কাউকে না বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এ উপলক্ষে ওই দিন আয়োজন করা হয় সিনেমার প্রিমিয়ার শোয়ের। শো শুরুর আগে ‘নীল সুখ’ টিমের সঙ্গে কেক কাটেন মেহজাবীন। এরপর কথা বলেন সিনেমা নিয়ে। সে সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করতে চাইলে বিঞ্জ কর্তৃপক্ষ জানায়, শো শেষে কথা বলবেন মেহজাবীন। কিন্তু শো শেষে অন্য অভিনয়শিল্পীরা কথা বললেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরে বিঞ্জ জানায়, হঠাৎ অসুস্থবোধ করায় বাসায় চলে গেছেন তিনি।

বিঞ্জের কনটেন্ট হেড উম্মে খাইরুন সুইজি বলেন, মেহজাবীন সবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। নইলে এই শোতে তিনি আসতেন না। কিন্তু অসুস্থতার কারণে তিনি চলে যান। এ কারণে সরি বলেছেন তিনি। জানিয়েছেন পরে সময় দেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন