শিল্পকলার ৫১ বছর: আরও জনবান্ধব করার সংকল্প

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫১ বছর পূর্তি হলো বুধবার। বিশেষ এই দিনে আলাদা কোনো ঘোষিত অনুষ্ঠান আয়োজন করেনি প্রতিষ্ঠানটি। তবে নানা কর্মসূচির মধ্যেই কেউ কেউ শিল্পকলা একাডেমিকে শুভেচ্ছাও জানান।


বরিশাল শিল্পকলা একাডেমিতে চলছে ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যেৎসব’। উৎসবে একদল শিশুকে কেক কাটা হয় বলে জানান অভিনয়শিল্পী ও নাট্যনির্দেশক কাজী রোখসানা রুমা।


এদিকে বুধবার এক বার্তায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেছেন, “দিনটি উপলক্ষ্যে আমরা বিশেষভাবে কোনো আয়োজন করছি না। কারণ প্রান্ত থেকে কেন্দ্র নানামুখী উৎসব আয়োজনের মাধ্যমেই আমরা প্রতিদিন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি।


“আমরা মনে করি শিল্পকলাকে মানুষের কাছে পৌঁছাতে উৎসব আয়োজনের বিকল্প নেই। এই নানামুখী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই আমরা নিজেদের অস্তিত্বের জানান দেই।”


বার্তায় জামিল আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি সংস্কৃতির অবস্থান মানুষের জীবনের কেন্দ্রে। আমরা উৎসবের আমেজে পৌঁছতে চাই জনগণের কাছে, দেশব্যাপী, তৃণমূল পর্যায়ে। বাংলাদেশ হাজারো নদীর দেশ, যেখানে হাজার বাঁকে স্রোত বয়ে চলে নিরন্তর। তারই অনুপ্রেরণায় বহু মত, বহু জনকে ধারণ করে আমাদের সামষ্টিক পরিচয় গড়ে তোলা সম্ভব।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও