জেমিনাই, ডিপসিকের চেয়ে বেশি কার্যকর গ্রক ৩?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭

ঘোষণা অনুসারে নির্ধারিত সময়ে নতুন সংস্করণের এআই মডেল ‘গ্রক ৩’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোম্পানি এক্সএআই।


এটিকে ‘পৃথিবীর সেরা স্মার্ট এআই’ হিসাবে বর্ণনা করেছেন মার্কিন এই ধনকুবের। সোমবার সন্ধ্যায় এক লাইভ স্ট্রিমে এআই মডেলটি ঘোষণার সময় গ্রক ৩ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ইলন মাস্ক ও এক্সএআই টিম।


দলটির দাবি, গ্রক ২-এর চেয়ে ‘অনেক বেশি কার্যকর’ এ নতুন মডেলটি। গ্রক ২-এর চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি শক্তি রয়েছে নতুন সংস্করণের গ্রক ৩ এআই মডেলের। চীনের ডিপসিক ও মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের জেমিনাইয়ের মতো “প্রতিদ্বন্ধী এআই মডেলের চেয়ে বেশি কার্যকর” গ্রক ৩।


গত কয়েক মাস ধরে এ এআই মডেলটির উন্নতিতে এক্সএআই কাজ করেছে বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটাল ট্রেন্ডস। তারা বলেছে, খুবই মজার হবে এই এআই চ্যাটচবটি। গ্রক ১ মডেলটি চালু হওয়ার কেবল ১৭ মাস পরই গ্রক ৩ মডেলটি বাজারে এলো।


গ্রক ৩ কীভাবে নানা ধরনের কাজ করতে পারে তার একটি ডেমো দেখিয়ে এক্সএআই দলটি বলেছে, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়া ও সেখানে থেকে ফিরে আসার জন্য মহাকাশযান মিশনের হিসাব করতে পারে এটি। পাশাপাশি ‘টেট্রিস’ ও ‘বেজুয়েলড’-এর মিশ্রণে একটি গেইমও তৈরি করতে পারে এটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও