অফিসে যাওয়ার জন্য উবার ব্যবহার বাড়ছে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬

বিশ্বের অন্যতম জনপ্রিয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখেছে। সম্প্রতি প্রকাশিত ‘উবার ইকোনোমিক ইমপ্যাক্ট রিপোর্ট বাংলাদেশ ২০২৪’ অনুযায়ী, উবার এক বছরে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ৫৫০০ কোটি টাকার অবদান রেখেছে।


বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান মো. ইয়াসীন-এর উপস্থিতিতে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উন্মোচন করা হয়। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে যে, উবার মটো ও অটো সার্ভিস বাংলাদেশের অর্থনীতিতে ৯২০ কোটি টাকা যুক্ত করেছে।


রাইডশেয়ারিং কীভাবে বদলে দিচ্ছে বাংলাদেশ?


উবারের মতো রাইডশেয়ারিং সেবা শহরের ব্যস্ত জীবনে কার্যকর পরিবর্তন নিয়ে এসেছে। কম সময়ে গন্তব্যে পৌঁছানো, ভ্রমণের নিরাপত্তা এবং ব্যস্ত নগরজীবনে সাশ্রয়ী মূল্যে যাতায়াতের সুবিধা উবারকে জনপ্রিয় করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮২% যাত্রী অফিসে যাতায়াতের জন্য উবার ব্যবহার করেন। উবারের ফলে প্রতি বছর আনুমানিক ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে, যার অর্থনৈতিক মূল্য ৯৪ কোটি টাকা। ৮১% যাত্রী মনে করেন, উবারের মাধ্যমে রাইড বুক করা রাস্তা থেকে গাড়ি নেওয়ার তুলনায় অনেক বেশি সহজ।


কর্মসংস্থান ও আয়ের নতুন দ্বার উবার


উবার শুধু যাত্রীদের জন্য সুবিধা নিয়ে আসেনি, বরং চালকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করেছে। এই প্রতিবেদনে উঠে এসেছে যে, উবার চালকরা অন্যান্য চাকরি বা পেশার তুলনায় বেশি উপার্জন করছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও