You have reached your daily news limit

Please log in to continue


পরিসংখ্যানে রিয়াল-ম্যানসিটি মহারণ

প্রথম লেগের ম্যাচে নাটকীয় এক জয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দেবে দলটি। স্বাভাবিকভাবেই ম্যাচে স্পষ্ট ফেভারিট লস ব্লাঙ্কোসরা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে জেনে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:

১) ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে রিয়াল মাদ্রিদ (৩ জয়, ২ ড্র, ১ হার)।

২) গত সপ্তাহের জয়টি ইউরোপিয়ান নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের ৪০তম প্রথম লেগ জয় ছিল, যেখানে তারা আগের ৩৯টির মধ্যে ৩৭টিতেই পরবর্তী রাউন্ডে উঠেছে। ব্যতিক্রম ছিল ওডেনসে বোল্ডক্লুব (১৯৯৪-৯৫ উয়েফা কাপ) এবং আয়াক্স (২০১৮-১৯ চ্যাম্পিয়নস লিগ)।

৩) ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের একমাত্র হার এসেছিল ২০১৯-২০ মৌসুমের শেষ ষোলোতে (২-১ ব্যবধানে)।

৪) এটি হবে কার্লো আনচেলোত্তি এবং পেপ গার্দিওলার মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের দশম লড়াই, যা প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার কোনো দুই কোচ একে অপরের মুখোমুখি হচ্ছেন ১০ বার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন