You have reached your daily news limit

Please log in to continue


‘‍বাংলাদেশের শীর্ষ খেলাপিদের ঋণ আদায় সম্ভব হলে দেশের মোট খেলাপি ঋণের ৮০-৯০ শতাংশ আদায় হয়ে যাবে’

ড. মুস্তফা কে মুজেরী, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ও সিরডাপের গবেষণা পরিচালকও ছিলেন। ব্যাংক ও আর্থিক খাতের নানা সংকট, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতি পর্যালোচনাসহ অর্থনীতির নানা ইস্যুতে সম্প্রতি কথা বলেছেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম

অর্থনীতির বিকাশে ব্যাংক খাত কীভাবে ভূমিকা রাখতে পারে?

বর্তমানে বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে ভবিষ্যতে অর্থনীতিতে ব্যাংক খাতের ভূমিকা আরো বাড়বে। পুঁজিবাজারের প্রয়োজনীয়তাও আরো বাড়বে। দেশের অর্থনীতি আধুনিকতার দিকে অগ্রসর হবে, বিনিয়োগ আরো বাড়াতে হবে, ঋণ প্রদানের প্রয়োজনীয়তা বাড়বে। ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএসএমই) খাতকে এগিয়ে নিতে ব্যাংক খাতকেই ভূমিকা রাখতে হবে। অর্থনীতির আগামীর চালিকাশক্তি হবে সিএসএমই খাত। এ খাতকে গড়তে যে ঋণ ও আর্থিক সহায়তার প্রয়োজন সেটি ব্যাংক খাত থেকে নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। কাজেই এসব বিষয় মাথায় রেখেই বাংলাদেশকে অতীতের অনিয়ম-দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একটি নতুন দিনের সূচনা করতে হবে, যেখানে শুধু ব্যাংক ব্যবস্থায় নয়, সামগ্রিকভাবে আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা এবং বিকাশ ঘটে সেটি নিশ্চিত করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন