ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর পূর্বনির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করেছেন।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এই বৈঠককে ‘বৈধতা’ দিতে নারাজ জেলেনস্কি। এ কারণে তিনি আপাতত সৌদি আরবে যাচ্ছেন না বলে রয়টার্সকে জানিয়েছে বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে, এমন দুটি সূত্র।