নির্বাচনী প্রস্তুতির নির্দেশনা যাবে তৃণমূলে

দেশ রূপান্তর প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯

প্রায় তিন দশক পর বর্ধিত সভা ডেকেছে বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকায় এই সভা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে এই সভাকে। সভা ঘিরে নেতাকর্মীদের মধ্যেও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।


চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অথবা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হতে পারে। সভায় ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা এবং তৃণমূল পর্যায়ের নেতারাও থাকবেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের মতামত শুনবেন কেন্দ্রীয় নেতারা। দেবেন বিভিন্ন দিক-নির্দেশনা। ওই নির্দেশনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলকে সংগঠিত করাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা হবে। যাতে দেশের তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছানো যায়। দলের ৭ম কাউন্সিল অনুষ্ঠানে সম্ভাব্যতা যাচাইও উঠে আসতে পারে সভায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও