You have reached your daily news limit

Please log in to continue


ঘুরে আসুন দেবতাখুম

ভ্রমণপ্রিয় মানুষদের পছন্দের জায়গা দেবতাখুম। বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত এই দেবতাখুমে যাওয়ায় প্রায়ই দেয়া হয় নিষেধাজ্ঞা। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে সরকার। দেবতাখুম ভ্রমণে আপাতত নেই কোনো ধরনের বাধা। তাই এই সুযোগে চাইলেই ঘুরে আসতে পারেন দেবতাখুম।

প্রকৃতির লীলাভূমি বান্দরবানে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র খুম। মারমা ভাষায় ‘খুম’ মানে জলপ্রপাত। ঝর্ণার পানি শুষ্ক মৌসুমে শুকিয়ে গেলেও খুমের পানি শুকায় না। বান্দরবানের এ সমস্ত খুমের মধ্যে সবচেয়ে সুন্দর ও বড় খুম হলো দেবতাখুম। এর দৈর্ঘ্য প্রায় ৬০০ ফিট। অ্যাডভেঞ্চারপ্রেমীদের তীর্থস্থান এটি। বান্দরবান জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরের রোয়াংছড়ি উপজেলার শীলবাঁধা পাড়ায় দেবতাখুমের অবস্থান। খুমের গভীরতা এখানে ৫০-৭০ ফিট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন