যুদ্ধবিরতি চুক্তি হয়েছে গত বছরের নভেম্বরে। তবে এতোদিন তার কোনো পরোয়া করেনি ইসরাইল। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে আজ (মঙ্গলবার) ভোরে নিজেদের সেনা সরাল ইসরাইল। তবে দেশটির পাঁচটি সীমান্তে এখনো সেনা অবস্থান করছে বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম। খবর আনাদোলু এজেন্সি।
দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ব্লিদা, ইয়ারুন, মারুন আল-রাস, মাইস আল-জাবাল, হুলা, মারকাবা, ওদিসেহ, কাফারকেলা এবং ওয়াজ্জানি শহর থেকে সরে গেছে।
ওইসব মুক্ত শহরগুলোতে প্রবেশ করে বোমা ও মাটির ঢিবি পরিষ্কারে অভিযান শুরু করেছে লেবাননের সেনাবাহিনী।