স্মার্টফোনের পেছনে টাকা রাখলে কী ক্ষতি

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১০

একটা সময় আমরা হাতে ঘড়ি ব্যবহার করতাম। হিসাব করার জন্য খুঁজতাম ক্যালকুলেটর। কিন্তু বর্তমান সময়ে এই দুটির প্রয়োজনীয়তা কমে গেছে অনেকটাই। এগুলোর জায়গা দখল করেছে স্মার্টফোন।

এটিই এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। সময় দেখার ঘড়ির দিকে না তাকিয়ে মোবাইল ফোন বের করি। হিসাব করার জন্য ক্যালকুলেটর না খুঁজে মোবাইল ফোন খুঁজি।


আরো একটা জিনিস প্রায় উঠে যেতে বসেছে, সেটা হলো মানিব্যাগ বা পার্স।

নগদ লেনদেন অনেক কমে গেছে। এখন অনলাইনেই প্রায় সব পেমেন্ট হয়। যেটুকু নগদ দরকার হয়, সেটা থাকে স্মার্টফোনের ব্যাক কাভারে। ১০, ২০ থেকে শুরু করে ১০০, ২০০, ৫০০ টাকার নোট।

এমনকি ডেবিট বা ক্রেডিট কার্ডও। কিন্তু এটি যে মারাত্মক ক্ষতিকর, তা জানেন না অনেকেই।


স্মার্টফোন ব্যবহারের ফলে তাপ উৎপন্ন হয়। বিশেষ করে ভিডিও দেখার সময়। তা ছাড়া গেমিংয়ের সময় বা দীর্ঘক্ষণ গান শুনলেও ফোন গরম হয়ে যায়।

প্রসেসর চলার কারণেই এই তাপ উৎপন্ন হয়। আর ফোনে যদি ব্যাক কাভার লাগানো থাকে, তাহলে সেই তাপ ভেতরে আটকে যেতে পারে। ব্যাক কাভারের নিচে টাকা বা কাগজ রাখলে ফোনের তাপ বাইরে বের হতে পারে না। ফলে ফোন আরো গরম হয়। ফোন বেশি গরম হয়ে গেলে বিস্ফোরণও হতে পারে। তাই এই অভ্যাস বদলানোই ভালো।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও