সংস্কার ছাড়াই নির্বাচনে যাচ্ছে অভিনয়শিল্পী সংঘ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪

নিয়মিত, অনিয়মিত সদস্যদের দাবির মুখে অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। গত বছর বিশেষ সাধারণ সভায় অভিনেতা তারিক আনাম খানকে প্রধান করে ওই কমিটি করা হয়। তার নেতৃত্বাধীন কমিটি বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেসবের কোনোটিই কার্যকর না করেই এপ্রিল মাসে নির্বাচনে যাচ্ছে সংগঠনটি।


অভিনয়শিল্পী সংঘের বেশ কয়েকজন সদস্য ও আগের কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তাদের দাবি, সময় পেরিয়ে যাচ্ছে। তাই সংস্কার করার আগে যথানিয়মে নির্বাচন আয়োজন করবেন তারা। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জাগো নিউজকে বলেন, ‘নির্বাচন আগের সবকিছু ঠিক রেখেই হবে। এ মাসের ২৫ তারিখে নির্বাচন কমিশনারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তারা পনেরো দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’


একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, চলতি বছরের ১৪ এপ্রিলের মধ্যে হচ্ছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন খায়রুল আলম সবুজ, সহকারি নির্বাচন কমিশনার থাকবেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বিভাগের দায়িত্বে থাকবেন দিলারা জামান, আবুল হায়াত ও মামুনুর রশীদ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও