You have reached your daily news limit

Please log in to continue


ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে: হারুন

ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, তার আর ফিরে আসার সম্ভাবনা নেই। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজার মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

জুলাই-আগস্ট আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে বিদায় করা যেত না উল্লেখ করে হারুন অর রশিদ বলেন, আজকে ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু, তাদের নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের কবর রচিত হয়েছে এবং তাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। বাংলাদেশের মাটিতে ঐ নৌকা আর কোনোদিন জেগে উঠবে না।

বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আর কোনো বিতর্কের জন্ম দিয়েন না। স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে নাকি আগে নির্বাচন হবে, এ সমস্ত বিতর্কের জন্ম না দিয়ে জাতির মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন