You have reached your daily news limit

Please log in to continue


সৌদিতে রুশ–মার্কিন বৈঠক: ইউক্রেন শুধুই উপলক্ষ, মস্কোর নজর অর্থনৈতিক ছাড়ে

সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা। ভাঙা সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য প্রাথমিক আলোচনা শুরু করতেই এই বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর প্রথম উচ্চপর্যায়ের কোনো বৈঠকে এটি। এ কারণে কোনো পক্ষই আশা করছে না যে, এতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে। তবে প্রাথমিক আলোচনা হিসেবে এটি বেশ গুরুত্ব পাচ্ছে।

রাশিয়া অবশ্য যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক কিছু ইস্যুতে সমঝোতার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একজন কর্মকর্তা আজ মঙ্গলবার রিয়াদে বলেছেন, রাশিয়া আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় অগ্রগতির আশা করছে। মস্কোতে আশা জেগেছে যে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন আক্রমণের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে পারেন।

রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান এবং ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় রাশিয়ার প্রধান আলোচক কিরিল দিমিত্রিভ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘আমাদের কিছু প্রস্তাব রয়েছে, যা আমাদের সহকর্মীরা বিবেচনা করছেন। আমি মনে করি, আগামী দু–তিন মাসের মধ্যে সম্ভবত অগ্রগতি হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন