নিজ দেশের লিগ বাদ দিয়ে নাইট রাইডার্সে খেলবেন হেলস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮

নটিংহ্যামশায়ারের সঙ্গে প্রায় দেড় যুগের সম্পর্কে বিরতি দিয়ে সময়ের ডাক শুনছেন অ্যালেক্স হেলস। এবারের ইংলিশ গ্রীষ্মে টি-টোয়েন্টি ব্লাস্ট ও দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেন না তিনি। ইংল্যান্ডের আগ্রাসী এই ব্যাটসম্যান চুক্তি করেছেন নাইট রাইডার্সের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।


২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো হেলস দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। এবার বিপিএলে ছয়টি ম্যাচ খেলে গেছেন তিনি রংপুর রাইডার্সের হয়ে। পরে খেলেছেন আইএল টি-টোয়েন্টিতে। সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টেই কাইরন পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান হয়ে গেছেন তিনি।


১৩ হাজার ৬১০ রান এখন হেলসের। ক্রিস গেইলকে টপকে শীর্ষে উঠতে তার প্রয়োজন আর ৯৫৩ রান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও