সানীর মৃত্যুর পর নাটকের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন

প্রথম আলো প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২

পরিচালক ইমরান রবিন বলেন, ‘এই সময়ে চরিত্র অভিনেতাই নয়, পরিচালকসহ সবার জন্য সিন্ডিকেট প্রকট আকার ধারণ করছে। এই সিন্ডিকেটে একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না। সামনে এক কথা বলে পেছনে আরেক কথা বলে বেশির ভাগ শিল্পী। এখন সবাই সানীর প্রশংসা করছে, বলছে ভালো অভিনেতা ছিল। সানী চাইত সবার সঙ্গেই কাজ করতে। কিন্তু সিন্ডিকেটের কারণে সেই সুযোগ অনেক কম পেয়েছে। তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করত, তাহলে সে মানসিকভাবে আরও ভালো থাকত।’


মোহন আহমেদের নাটকে অভিনয় করেছিলেন সানী। পরবর্তী সময়ে এই পরিচালকের বেশ কিছু কাজ করেছেন। মোহন বলেন, ‘সানীর সঙ্গে বেশ কিছুদিন আগেই কথা হয়। তখন সে জানিয়েছিল, এখন প্রধান চরিত্রে অভিনয় করছে। তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা নাটকের নাম বলল, “জামাইয়ের মাথা গরম”। জানাল, এটাই ছিল ওর প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা। এটাই একজন অভিনেতার প্রধান চরিত্রে শেষ কাজ মানতে কষ্ট হচ্ছে।’


নাম প্রকাশ না করা শর্তে সানীর এক সহকর্মী জানান, অনেকের সঙ্গে কাজ করেছেন তিনি। সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। কিন্তু সানী কখনোই কোনো গ্রুপ হয়ে কাজ করেননি। তিনি বলেন, ‘নাটকে তার চেষ্টা ছিল। একটা জায়গায়ও তৈরি হচ্ছিল, কিন্তু ভালো প্রস্তাব পাচ্ছিল না। দেখা যেত, ইচ্ছা করে অনেকেই দু–একটি সিন ধরায় দিত। ছোট চরিত্র না করলে সম্পর্ক খারাপ হতো। সে কারণ কিছু কাজ করত। আবার কখনো হঠাৎ কাজ থেকে বাদ দিত। কদিন আগে অভিনয়ের পাশাপাশি খিলক্ষেতে রেস্টুরেন্ট দাঁড় করানোর চেষ্টা করছিল। হতাশা, অভিমানেই ছেলেটা চলে গেল।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও