You have reached your daily news limit

Please log in to continue


‘গেম চেঞ্জার’ রিশাদের দিকে তাকিয়ে বাংলাদেশ

পাকিস্তানের উইকেটকে ব্যাটিং–স্বর্গই বলা যায়। ২০১৫ সালে পাকিস্তানে ক্রিকেট ফেরার পর ওয়ানডেতে এখানে রান উঠেছে ওভারপ্রতি ৫.৮৯ করে। যা এ সময়ে ওয়ানডেতে সব কটি দেশের মধ্যে সর্বোচ্চ। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান তো ৩৫২ রানও তাড়া করে জিতেছে।

এই সিরিজে ৪ ম্যাচের ৮ ইনিংসের মধ্যে ৫ ইনিংসেই ৩০০ বা এর চেয়ে বেশি রান উঠেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে এমন উইকেটে রিশাদ হোসেনের লেগ স্পিনেই আস্থা রাখছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। আইসিসি প্রকাশিত এক ভিডিওতে রিশাদের ওপর আস্থা রাখার কথা বলেছেন তানজিম হাসান, সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন।

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শুরু আবার দুবাইয়ে। পরশু ভারতের বিপক্ষে সেখানে খেলবে নাজমুলের দল। ভারত যেভাবে ওয়ানডে খেলে, ম্যাচটি যে হাই স্কোরিং হবে সে আন্দাজ করা কঠিন কিছু নয়। আর পাকিস্তানে বাংলাদেশ খেলবে রাওয়ালপিন্ডিতে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে রান উৎসবে মেতেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন