পাচার টাকা উদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯

দেশের বাণিজ্যিক ব্যাংক থেকে পাচার হওয়া ২০০ কোটি বা এর বেশি টাকা উদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগ দেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


গত ৩০ জানুয়ারি বিএফআইইউ ও ১৯ টি ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠকের নথিতে দেখা যায়, আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে প্রতিটি পাচার হওয়া ২০০ কোটি বা এর বেশি টাকা উদ্ধারে পর্যালোচনা করে মামলার প্রস্তুতি নিবে। এরপর এসব প্রতিষ্ঠান পাচার হওয়া টাকা পুনরুদ্ধারের সম্ভাবনার ভিত্তিতে মামলা  করবে।


প্রতিষ্ঠানগুলো উদ্ধার হওয়ার টাকার একটি অংশ পাবে। কার্যবিবরণীতে বলা হয়েছে, এ প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো ব্যাংকের টাকা দেওয়ার দরকার হবে না।


বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বৈঠকে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনিয়ন ব্যাংক ও ঢাকা ব্যাংকের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও