You have reached your daily news limit

Please log in to continue


‘বেশি কথা বলবা না, শুধু অসুস্থতার কথা বলবা’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিরপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে তোলা হয় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। এসময় তিনি আদালতের শুনানিতে আইনজীবীকে বেশি কথা না বলে শুধু অসুস্থতার কথা বলার পরামর্শ দেন তিনি।

সোমবার সকাল ১০ টা ১২ মিনিটে কারমরুলসহ অন্য আসামিদের আদালতে তোলা হয়। আদালতের কাঠগড়ায় উঠানোর পর আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন কামরুল। এসময় কামরুল আইনজীবীদের জিজ্ঞেস করেন।  ‘নতুন মামলা না রিমান্ড?’ তখন আইনজীবীরা বলেন, ‘নতুন মামলা স্যার। একের পর এক নতুন মামলা দিয়েই যাচ্ছে।’

এরপর আইনজীবীদের বিভিন্ন পরামর্শ দিতে থাকেন তিনি।

কামরুল আইনজীবীকে বলেন, 'ওকালত নামায় সাইন করেছো?’ আইনজীবী উত্তরে বলেন, জ্বী স্যার। তারপর জিজ্ঞেস করেন এখানে কয়টা মামলা? আইনজীবী জানান ৪০ টার ওপরে স্যার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন