You have reached your daily news limit

Please log in to continue


গ্রেফতারের খবরে মিষ্টি বিতরণ, কে এই মোনালিসা

স্বামী ও নিজের পদের প্রভাব খাটিয়ে একের পর এক অপকর্মে জড়িয়েছেন। এলাকায় ক্যাসিনো সম্রাজ্ঞী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। নিয়োগ, বাণিজ্য, তদবির করে বনে গেছেন কোটি কোটি টাকার সম্পদের মালিক। স্বামীর প্রভাব খাটিয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতেও পদ বাগিয়ে নিয়েছিলেন। বলছিলাম সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের কথা।

রোববার মোনালিসাকে রাজধানীর ইস্কাটন থেকে আটক করা হয়। পরে সোমবার দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়। একটি মামলায় আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুরও করেন।

এদিকে মোনালিসার গ্রেফতারের খবরে জেলার বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে মিষ্টি। গ্রেফতারের খবরে উল্লাসে মেতে উঠেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেহেরপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন যতটা না ক্ষমতাধর ছিলেন মোনালিসা ইসলাম ছিলেন তার চাইতে বেশি ক্ষমতাধর। তিনি ঢাকা থেকে মেহেরপুরে আসলেই সেখানে ভিড় লেগে যেত। বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তারা ছাড়াও তদবিরকারীরা ভিড় করতেন। তিনি যে কদিন মেহেরপুরে থাকতেন ওই কয়দিন স্থানীয় আবাসিক হোটেলগুলো ফাঁকা থাকতো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন