
করের আওতায় আসছেন চিকিৎসক, আইনজীবী ও গ্রামাঞ্চলের ব্যবসায়ীরা: অর্থ উপদেষ্টা
করের আওতায় আসছেন দেশের চিকিৎসক ও জেলা, উপজেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের ব্যবসায়ী এবং আইনজীবীরা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের জেলা উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরা পর্যাপ্ত আয় করেন কিন্তু কর দেন না। এসব ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনতে জেলা প্রশাসকেরা পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী কর আদায়ের বিষয়ে তাদেরকে (জেলা প্রশাসক) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, পর্যাপ্ত আয় করার পরও যারা কর দেন না জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে এ বিষয়ে অভিযান পরিচালনার অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসকদের পক্ষ থেকে।
উপদেষ্টা আরও বলেন, ভ্যাট-ট্যাক্স সহনীয় পর্যায়ে রেখে কর গ্রহণের পরিধিটা বাড়ানোর বিষয় নির্দেশ দেওয়া হয়েছে। জোর করে কর আদায় না করে পরিধি বা আওতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, শিল্প প্রতিষ্ঠান আছে ৫০–৬০ লাখ, কিন্তু কর দেয় মাত্র পাঁচ লাখ।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- কর আদায়
- কর আরোপ