
ত্রাণের টিন কম্বল কিনতে পারবেন ইউএনওরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৪
যে কোনো দুর্যোগে দ্রুত ত্রাণ তৎপরতা চালাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওদের প্রয়োজনীয় কেনাকাটার ক্ষমতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
সোমবার ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের একটি সেশনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, স্থানীয় পর্যায়ে পুনর্বাসন, টিআর, কাবিখা, কাবিটা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। বরাদ্দের নিরিখে যেসব গ্রামীণ অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে সেগুলো নিবিড়ভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।