হাজতখানায় নেওয়ার সময় হাসতে হাসতে ইনু বললেন, ‘আমি লাউ-কদু দুটিরই বিপক্ষে’

প্রথম আলো প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫

সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর আইনজীবী আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দাবি করেছেন, তাঁর মক্কেল শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে ছিলেন না। তিনিও সরকারি চাকরিতে কোটার বিলোপ চেয়েছিলেন। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে ইনুর আইনজীবীর এ কথা সঠিক নয় বলে আদালতে দাবি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী ইনু।


শুনানি শেষে ইনুকে এজলাসকক্ষ থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পথে তাঁর কাছে এক সাংবাদিক জানতে চান, ‘আপনার আইনজীবী বলেছেন, আপনি কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন? আপনার বক্তব্য কী?’ তখন ইনু হাসতে হাসতে বলেন, ‘যে লাউ, সেই কদু।’ সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি লাউ নাকি কদুর পক্ষে?’ ইনু আবার হাসতে হাসতে বলেন, ‘আমি লাউ-কদু দুটিরই বিপক্ষে।’


‘তাঁরা ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী’


আজ সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে কাশিমপুর কারাগার থেকে একটি বড় নীল রঙের প্রিজনভ্যান এসে থামে সিএমএম আদালতের হাজতখানার সামনে।



প্রিজনভ্যান থেকে প্রথমে নামেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাঁর পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি ও নীল রঙের সোয়েটার। গলায় ছাই রঙের মাফলার। বাম হাতে ধরা একটি পাউরুটি। মেননের পর প্রিজনভ্যান থেকে নামেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। প্রিজনভ্যান থেকে নামিয়ে তাঁদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।


১০ মিনিট পর ইনু ও মেননকে আদালতের এজলাসে নেওয়ার জন্য হাজতখানা থেকে বের করে আনা হয়। তখন দুজনের মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও