ইলন মাস্কের স্টার্টআপ প্রতিষ্ঠান এক্সএআই তাদের ‘গ্রোক’ এআই চ্যাটবটের পরবর্তী সংস্করণ ‘গ্রোক ৩’ উন্মোচন করতে যাচ্ছে। সিলিকন ভ্যালির স্থানীয় সময় সোমবার রাত ৮টায় এটি সরাসরি প্রদর্শিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক নিজেই এই খবর জানিয়েছেন।
গ্রোক ৩–কে সিনথেটিক ডেটা (কৃত্রিম তথ্য) দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি তার ভুলগুলো শনাক্ত করতে পারে এবং ডেটা পর্যালোচনা করে যুক্তির মাধ্যমে সংগতিপূর্ণ ফলাফল তৈরি করে। মাস্ক বলেন, পণ্যটি নিখুঁত করতে ডেভেলপার দলের সঙ্গে কাজ করছেন তিনি। এখন পর্যন্ত বাজারে আসা প্রতিটি এআই টুলকে ছাড়িয়ে যাবে গ্রোক।