
ডায়েটে কী থাকবে, কী থাকবে না
বণিক বার্তা
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬
চর্মরোগ বিশেষ একটি প্রদাহজনক ত্বকের অবস্থা। একজিমার প্রধান উপসর্গ হলো ত্বকে জ্বালাপোড়া, ফোসকা পড়া ও চুলকানি ফুসকুড়ি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এটি চামড়ায় আস্তরণ তৈরি করতে পারে। দুই বছরের কম বয়সী শিশুদের একজিমা সবচেয়ে বেশি হয়। এটি প্রাপ্তবয়স্কদের ও বয়স্ক শিশুদের মধ্যেও পাওয়া যায়। রোগের বিকাশের পেছনে পরিবেশ ও বংশগত কারণগুলো দায়ী বলে ধারণা করা হয়। কিন্তু এর সঠিক কারণ এখনো অজানা। প্রথম তিন মাসে যেসব শিশু সম্পূর্ণরূপে বুকের দুধ পান করায় তাদের একজিমা হওয়ার সম্ভাবনা কম।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চর্মরোগ
- চর্মরোগ প্রতিরোধ