৩৪ হাজারের বেশি বার্গার খেয়েছেন তিনি

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯

নাম তাঁর ডোনাল্ড গর্সকে। যুক্তরাষ্ট্রের এই নাগরিককে ভোজনরসিক বলতেই হয়। জীবনে ৩৪ হাজারের বেশি বার্গার খেয়েছেন তিনি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, এত বেশি বার্গার খাওয়ার রেকর্ড আর কারোই নেই গোটা পৃথিবীতে। অবশ্য যেকোনো বার্গার নয়, কেবল ম্যাকডোনাল্ডসের ‘বিগ ম্যাক’ বার্গারই নিয়মিত খান ডোনাল্ড।


১৯৭২ সালের মে মাসে ডোনাল্ডের এই বার্গার-যাত্রা শুরু, জীবনে প্রথম গাড়িটির মালিক হওয়ার পর থেকে। গাড়ি চালিয়ে তিনি সোজা চলে গিয়েছিলেন ম্যাকডোনাল্ডসে। সেখান থেকে তিনখানা বিগ ম্যাক বার্গার নিয়েছেন। গাড়িতে বসেই খেয়েছিলেন সেই বার্গার। এতই ভালো লেগে গিয়েছিল যে মনে মনে বলেছিলেন, ‘এখন থেকে সম্ভবত গোটা জীবনই এই খাবার খেতে যাচ্ছি আমি।’ সেই সময় এক দিনে নয়টি বার্গারও খেয়েছেন!


রেকর্ডের দুনিয়ায়


১৯৭২ সাল থেকেই প্রতিদিন গড়ে দুটি করে বার্গার খেয়ে আসছেন ডোনাল্ড। সবচেয়ে বেশি বিগ ম্যাক বার্গার খাওয়ার রেকর্ড গড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পান ১৯৯৯ সালে। তবে তিনি তো বার্গার খান ভালোবেসে। তাই রেকর্ড গড়ার পরও নিজেকে গুটিয়ে নেননি। ডোনাল্ডের বার্গার খাওয়া চলছে আজও। জীবনে যত বার্গার খেয়েছেন, সব কটির মোড়ক ও রসিদও সংরক্ষণ করে রেখেছেন। সে-ও এক বিশাল সংগ্রহশালা বটে! ক্যালেন্ডারে দাগ কেটেও রাখা আছে বার্গারের হিসাব।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও