স্বস্তার আলু এখন অনেক চাষির গলার ফাঁস

ডেইলি স্টার প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬

বাজারে এখন সবচেয়ে সস্তা খাদ্যপণ্যের তালিকায় সবার ওপরে একটি হলো আলু। গত নভেম্বরে আলু রোপণের সময় চড়া দাম পাওয়ার আশায় কৃষকরা চলতি সিজনে প্রচুর পরিমাণে আলু চাষ করেছেন।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পাঁচ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি। গত সিজনের শেষের দিকে দেশে আলুর দাম কেজিতে ৮০ টাকা হয়েছিল।


তবে, বর্তমান পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে, খেত থেকে আলু তোলার সময় চাষিরা এখন আর মুনাফার কথা ভাবতে পারছেন না।


রেকর্ড পরিমাণে চাষ ও পর্যাপ্ত যোগানের সম্ভাবনার কারণে উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রি করে কীভাবে টিকে থাকবেন তা নিয়েই চিন্তিত কৃষকরা।


রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গতকাল ঢাকায় প্রতি কেজি আলুর দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। গত এক সপ্তাহ ধরে এই দামেই আলু বিক্রি হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও