আইফোনের যে সেটিংসের কারণে তথ্য চুরির ঝুঁকিতে রয়েছেন ব্যবহারকারীরা

প্রথম আলো প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আইফোনে ডিফল্টভাবে চালু থাকা অটো-জয়েন ওয়াই-ফাই সেটিংসের কারণে অনেকেই তথ্য চুরির শিকার হচ্ছেন। এই সেটিংস চালু থাকলে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই পরিচিত বা উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায় আইফোন। ফলে রেস্তোরাঁ বা অন্যান্য জনবহুল স্থানে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করা গেলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে সাইবার অপরাধীদের দখলে।


বিশেষজ্ঞদের তথ্যমতে, সাইবার অপরাধীরা প্রায়ই জনবহুল স্থানে ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করে রাখে। এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়, যেমন ‘ক্যাফে ওয়ান’-এর পরিবর্তে ‘ক্যাফে জিরো ওয়ান’। এসব ভুয়া ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হলে সাইবার অপরাধীরা সহজেই আইফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড ও ব্যক্তিগত ছবি সংগ্রহের পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও