![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/elon-musk-and-donald-trump.jpg)
মার্কিন আমলাতন্ত্রে মাস্কের খড়্গ: বরখাস্ত ১০ হাজার কর্মী, সরকারি কাজে স্থবিরতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সবচেয়ে ক্ষমতাবান উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে আমেরিকার আমলাতন্ত্র ঢেলে সাজানোর কাজ চলছে। এর অংশ হিসেবে ৯ হাজার ৫০০-এরও বেশি ফেডারেল কর্মকর্তা-কর্মচারীকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এই কর্মীরা ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই বরখাস্তের তালিকায় মূলত সেসব কর্মীই রয়েছেন, যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে বা যাদের চাকরির সুরক্ষা কম।
বার্তা সংস্থা রয়টার্স এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এই বরখাস্তের পাশাপাশি প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যা মার্কিন সরকারের ২৩ লাখ বেসামরিক কর্মিবাহিনীর প্রায় ৩ শতাংশ। ট্রাম্পের মতে, ফেডারেল সরকারের আমলাতন্ত্রের আকার অস্বাভাবিক বেড়েছে। এতে অপচয় ও প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ অপচয় হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ট্রাম্প প্রশাসন
- ইলোন মাস্ক