আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশুসহ দগ্ধ ১১

ডেইলি স্টার প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১

সাভারের আশুলিয়ার গোমাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


দগ্ধদের মধ্যে রয়েছেন সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) এবং সুরাহা (৩)।


প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক শ্রমিক সুমন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। শবে বরাত উপলক্ষে তাদের বাড়িতে আত্মীয়-স্বজন বেড়াতে এসেছিলেন। রাতে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ পরিবারের ১১ জন সদস্য দগ্ধ হন।


সুমনের ভাই সোহেল জানান, তারা সবাই সুমনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও