You have reached your daily news limit

Please log in to continue


সুন্দরবনে হরিণের সংখ্যার সঙ্গে বেড়েছে শিকারির দৌরাত্ম্যও

হরিণ লাজুক প্রাণী, দূর থেকে মানুষের শব্দ পেলেই ঘন বনে লুকোবার চেষ্টা করে তারা। তবু সুন্দরবন ঘুরতে যাওয়া পর্যটকরা এখন নিয়মিতই হরিণের দেখা পাচ্ছেন। বনের বাঁকে বাঁকে, খাল বা নদীর ধারে হরহামেশা চোখে পড়ছে দলবেঁধে হরিণের চলাফেরার দৃশ্য।

পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ ফরেস্টের দর্শনার্থী এবং বনসংলগ্ন এলাকার বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক সময়ে বনে হরিণের সংখ্যা বেড়েছে। বেশ কিছু পর্যটন স্পটে বা বন বিভাগের কার্যালয়ে দিনরাত সব সময়ই বন্য হরিণের দলকে ঘুরে বেড়াতে দেখা যায়।

তবে হরিণের উপস্থিতি বেড়েছে বলে ভাবার কারণ নেই যে, সুন্দরবনের চোরাশিকারীদের হরিণ শিকার বন্ধ হয়ে গেছে। বরং শীত শুরু হওয়ার পর থেকে শিকারিদের দৌরাত্ম্য বেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন