![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/14/bus_5.jpg)
সাভারে চলন্ত বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩
সাভারের যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত ৩ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া দ্য ডেইলি স্টারকে ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাসের একাধিক যাত্রী জানান, মানিকগঞ্জ থেকে ঢাকার গাবতলীর উদ্দেশে যাওয়া শুভযাত্রা পরিবহনের বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় থামালে চাকু হাতে দুজন বাসে উঠে পড়েন। বাসে উঠেই তারা যাত্রীদের মোবাইল ফোন, ম্যানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তারা কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন।
ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে যাত্রীদের কয়েকজন তাদের বাঁধা দেয়। এ সময় ছিনতাইকারীরা কয়েকজন যাত্রীকে ছুরিকাঘাত করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায় বলে জানান কয়েকজন যাত্রী।